১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
প্রকাশিত:সোমবার, ১৩ জুন ২০২২ ০৯:০৬
কানাইঘাট প্রতিনিধি:- দ্রব্য মুল্যের উর্ধ্বগতি ও তেল গ্যসের দাম বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে কানাইঘাটে মিছিল বের করে জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আজ সোমবার দুপুর ১২টার দিকে কানাইঘাট পুর্ব বাজার থেকে মিছিলটি বের হলে আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনের কিছু সংখ্যক নেতাকর্মী বিএনপির মিছিলে ইট পাটকেল নিক্ষেপ করতে শুরু করে। পরে বিএনপি’র নেতাকর্মীরা সেখান থেকে পাল্টা প্রতিরোধ গড়ে তুললে পিছু হঠতে বাধ্য হয় সরকারী দলীয় নেতাকর্মীরা।
এসময় গোটা বাজার রণ ক্ষেত্রে পরিণত হয়। এতে ইট-পাটকেলের আঘাতে উভয় পক্ষের প্রায় ১০ নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। বিএনপির মিছিল চলাকালে সরকার দলীয় নেতাকর্মীরা যতবার হামলা করার চেষ্টা করে ততবার বিএনপির নেতাকর্মীরা তাদের উপর পাল্টা হামলা করে। এতে সরকার দলীয় নেতাকর্মীরা পিছু হঠিয়ে গেলে বিএনপি’র নেতাকর্মীরা মিছিল নিয়ে কানাইঘাট উত্তর ও দক্ষিণ বাজার পদক্ষিণ করে স্থানীয় পুর্ব বাজারে এসে পথ সভায় মিলিত হয়।
এসময় সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি মামুন রশিদ, সাধারণ সম্পাদক শরীফুল হক সহ স্থানীয় প্রায় সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।
তারা পুর্ব বাজারে পথ সভা করে নিজ নিজ স্থানে চলে যায়। জানা যায় এ মিছিলে যোগ দেবার কথা ছিল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন (চাকসু) তিনিও। তবে তিনি আসার পূর্বেই উভয় পক্ষের সংঘর্ষ বেধেঁ যায়। শেষ পর্যন্ত তিনি আহত বিএনপির নেতাকর্মীদের খোজ খবর নেন।
এদিকে বিকাল আড়াইটার দিকে বিএনপির নেতাকর্মীদের হামলার প্রতিবাদে উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলামের নেতৃত্বে আরেকটি প্রতিবাদ মিছিল বের করা হয়। এ সময় পুর্ব বাজারে বিএনপির দলীয় কার্যালয়ে তারা ভাংচুর চালায়। এবং প্রচুর সংখ্যক চেয়ার সহ ব্যানার বাজারের গলিতে এনে আগুন লাগিয়ে দেয়। এদিকে সকাল থেকে কানাইঘাট বাজারে অবস্থান নিতে দেখা যায় থানা পুলিশকে।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766