মহানবী-কে নিয়ে কটুক্তি: সকাল ৬টা থেকে বেলা ১টা পর্যন্ত ব্যবসা বন্ধ রাখার আহ্বান

প্রকাশিত:সোমবার, ১৩ জুন ২০২২ ০১:০৬

সুরমাভিউ:-  ভারতের বিজেপির মুখপাত্র নুপূর শর্মা ও নবীন কুমার জিন্দাল কর্তৃক বিশ্ব মানবতার পথ প্রদর্শক, মানবতার অগ্রদূত, মহানবী হযরত মোহাম্মদ মোস্তাফা (সাঃ) ও আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ)-কে নিয়ে অশালীন কটুক্তি করার প্রতিবাদে ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বুধবার (১৫ জুন) সকাল ৬টা থেকে বেলা ১টা পর্যন্ত সিলেটের সর্বস্তরের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার আহ্বান জানিয়েছে সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ।

রোববার (১২ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি শেখ মো. মকন মিয়া চেয়ারম্যান, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, সাধারণ সম্পাদক মো. নাজমুল হক, আব্দুল মন্নান মল্লীক মুন্না, শামছুল আলম, মো. আলা মিয়া, আব্দুল আজিজ, আব্দুল আহাদ, শাহ আহমদুর রব, মো. আমিরুল ইসলাম, মোশাররফ হোসেন, আহমেদ ফুয়াদ বিন রশীদ, মো. আব্দুল আহাদ চৌধুরী, মো. লুৎফুর রহমান লিলু, আব্দুল কাইয়ুম, আমান উদ্দিন আহমদ, মো. সিরাজ উদ্দিন, মো. আমজাদ আলী, আবু সাইদ মো. তায়েফ, মো. কয়ছর আলী, রাসেল আলী, মো. আলেক মিয়া, মুফতি নেহাল উদ্দন, মো. মারুফ, রাহেল আহমদ, মো. সাজ্জাদ আহমদ, মো. আব্দুস সামাদ, নিয়াজ মো. আজিজুল করিম, কামরুজ্জামান, হোসেন আহমদ, আবুল খায়ের মাহবুব, আলা উদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ

আগামী বুধবার সকল ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ রেখে মহানবী (সাঃ)-কে নিয়ে অবমাননাকারীদের শাস্তির দাবীতে একাত্মতা পোষণ করার আহ্বান জানান। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ