মহানবীকে অবমাননার প্রতিবাদে বিক্ষোভকারী প্রবাসীদের দেশে ফেরত পাঠাবে কুয়েত

প্রকাশিত:সোমবার, ১৩ জুন ২০২২ ০১:০৬

মহানবীকে অবমাননার প্রতিবাদে বিক্ষোভকারী প্রবাসীদের দেশে ফেরত পাঠাবে কুয়েত

ভারতে ক্ষমতাসীন দল বিজেপির নেতা-নেত্রীদের মহানবী হজরত মুহাম্মদ (সা.) কে নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভে অংশ নেওয়া প্রবাসীদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে কুয়েত।

গ্রেপ্তারের পর তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানো হবে। এমনকি ওই প্রবাসীরা ভবিষ্যতে হয়ত আর কুয়েতে ফেরত যেতে পারবে না।

কুয়েতভিত্তিক সংবাদমাধ্যম আরব টাইমস জানায়, গত শুক্রবার কুয়েতের ফাহাহিল এলাকায় জুমার নামাজের পর ওই বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছিল।

দেশটির আইন অনুযায়ী, প্রবাসীরা কোনো ধরনের বিক্ষোভে অংশ নিতে পারেন না।

ফলে শুক্রবারের বিক্ষোভে অংশ নেওয়ার মাধ্যমে প্রবাসীরা আইন লঙ্ঘন করেছেন বলে দাবি দেশটির। ইতোমধ্যে, বিক্ষোভে অংশ নেওয়া প্রবাসীদের গ্রেপ্তার শুরু হয়েছে।

বিক্ষোভে অংশ নেওয়াদের মধ্যে বাংলাদেশি কেউ রয়েছেন কিনা তা জানা যায়নি।

এ সংক্রান্ত আরও সংবাদ