২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:রবিবার, ১২ জুন ২০২২ ০৮:০৬
সুরমাভিউ:- বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওনার্স এসোসিয়েশন সিলেট আয়োজিত বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনের ছাড়পত্র প্রদানে বিলম্ব ও হয়রানী বন্ধের জন্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ জুন) বিকেল ৩টায় এসোসিয়েশনের নগরীর শাহজালাল উপশহরস্থ কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওনার্স এসোসিয়েশন এর সভাপতি আমিরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মানিক এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় এর পরিচালক মোহাম্মদ এমরান হোসেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি গাজী মো. জাফর সাদেক, সহ-সভাপতি সাজুওয়ান আহমদ, কোষাধ্যক্ষ ফয়েজ উদ্দিন আহমদ, যুগ্ম সম্পাদক রিয়াসাদ আজিম আদনান, সাংগঠনিক সম্পাদক আলী আফছার মো. ফাহিম।
এসময় অন্যান্যের উপস্থিত ছিলেন সদস্য সুব্রত ধর বাপ্পি, মো. হুরায়রা ইফতার হোসেন, ফখরুল ইসলাম, আলহাজ্ব কাজী মাহবুব হোসেন, রাহুল আহমদ, তাজুল ইসলাম, আবুল কালাম।
আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় এর পরিচালক মোহাম্মদ এমরান হোসেন বিষয়টি গুরুত্বসহকারে নিষ্পত্তির জন্য আশ্বস্ত করেন। সভায় সরকারের নিয়মনীতি মেনে চলার সম্মতি প্রকাশ করেন সিএনজি কনভার্সন ওনার্স এসোসিয়েশন নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766