মৌলভীবাজারে টমটমের সঙ্গে ধাক্কা, মোটরবাইক আরোহীর মৃত্যু
প্রকাশিত:রবিবার, ১২ জুন ২০২২ ১১:০৬
মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:- মৌলভীবাজার সড়কে প্রাণ গেলো দুবাই প্রবাসী হৃদয় মিয়া (২৫) নামে এক তরুণের।
শনিবার (১১ জুন) বিকেল সাড়ে ৩ টার দিকে শহরের পানি উন্নয়ন বোর্ডের সম্মুখে এ ঘটনাটি ঘটে।
হ্নদয় মিয়া মৌলভীবাজার সদর উপজেলার চাঁদণীঘাট ইউনিয়নের টিভি হাসপাতাল এলাকার মতি মিয়ার ছেলে।
জানা যায়, বিকেলে হৃদয় মিয়া শহরের কোর্ট রোড এলাকা থেকে মোটরসাইকেল যোগে যাবার পথে পানি উন্নয়ন বোর্ডের সম্মুখে একটি টমটমের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল আরোহী দুবাই প্রবাসী হৃদয় মিয়া(২৫) গুরুতর আহত হন।
পরে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৌলভীবাজার মডেল থানার ওসি ইয়াসিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।