দক্ষিণ রায়গড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫০ বছর পালন উপলক্ষে কমিটি গঠন

প্রকাশিত:রবিবার, ১২ জুন ২০২২ ১০:০৬

দক্ষিণ রায়গড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫০ বছর পালন উপলক্ষে কমিটি গঠন

গোলাপঞ্জ( সিলেট)প্রতিনিধি:-  দক্ষিণ রায়গড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সূবর্ণ জয়ন্তী (৫০ বছর) পালন উপলক্ষে কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১১ জুন) সকাল ১১ টা ৩০ মিনিটের সময় বিদ্যালয়ের সাবেক দাতা সদস্য নুরুল ইসলাম বাবুল মিয়া চৌধুরীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নিয়তি রানী চন্দ সঞ্চালনায় ম্যানেজিং কমিটির সভাপতি আজিজ খানের স্বাগত বক্তব্যের মাধ্যমে বক্তব্য রাখেন ঢাকাদক্ষিন বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্ণিং বডির সদস্য সাবেক ইউপি সদস্য সেলিম আহমদ, আজমল হোসেন, কবির আহমদ, সফিক উদ্দিন আহমেদ প্রমুখ।

সভায় বিদ্যালয়ের ভূমিদাতা সদস্য -নুরুল ইসলাম চৌধুরী বাবুলকে আহবায়ক সিনিয়র করে যুগ্ন আহবায়ক -জুয়েল আহমদ করে ২১ সদস্য কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন, সদস্য সচিব-আজিজ খান, যুগ্ন-আহবায়ক-আজমল হোসেন, সাহেদ আহমদ চৌঃ, খালেদ সাইফুল্লাহ, শামসুদ্দিন সমস, আং কাদির, কবির আহমদ, সফিক উদ্দিন আহমদ, সেলিম আহমদ মেম্বার, মুন্না খান, নাসির উদ্দিন নাজ, রায়হান আহমদ, খলিলুর রহমান, এডভোকেট শরিফুল হুদা চৌঃ, আনোয়ার হুমায়ুন, কামরান আহমদ বুলন, তাহের আহমদ এনু।

এ সংক্রান্ত আরও সংবাদ