বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় ও প্রতিবন্ধী পরিবারের শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের থেকে ত্রাণ বিতরণ

প্রকাশিত:শনিবার, ১১ জুন ২০২২ ০৭:০৬

বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় ও প্রতিবন্ধী পরিবারের শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের থেকে ত্রাণ বিতরণ

সুনামগঞ্জ প্রতিনিধি:-  সুনামগঞ্জে সাম্প্রতিক পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় ও প্রতিবন্ধী পরিবারের মধ্যে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার সকালে সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় এই সব ত্রাণ বিতরণ শুরু হয়।

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল, নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার, নিউজ২৪ টেলিভিশনের জেলা প্রতিনিধি মো.বুরহান উদ্দিন, পৌর প্যানেল মেয়র আহমদ নুর, প্রকল্প কমকর্তা মো.মানিক মিয়া, সমাজ সেবা কমকর্তা মো.শাহিনুর আলম, পৌর কাউন্সিলর জাহানারা বেগম প্রমুখ।

আব্দুল হেকিম জানান, বসুন্ধরা গ্রুপ অনেক উপরে যেন উঠে। তারা আমাদের মত গরীব মানুষের পাশে দাঁড়িয়েছে। তাদের এই ত্রাণ সহায়তা দেওয়া যেন অব্যাহত তাকে।

নিউজ২৪ টেলিভিশনের জেলা প্রতিনিধি মো.বুরহান উদ্দিন জানান,উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি দেখা দেয়। প্লাবিত হয়ে যায় সুনামগঞ্জের ৬ টি উপজেলা। পানিবন্ধি হয়ে পড়েন লক্ষাধিক মানুষ। দেখা দেয় খাদ্য সংকট। আর সেই খাদ্য সংকটে যাতে বন্যায় ক্ষতি গ্রস্ত মানুষ গুলো না পরে সেই জন্য সুনামগঞ্জ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের মাধ্যমে গত এক সপ্তাহ ধরে শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে প্রায় ৮ হাজার পরিবারের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করা হচ্ছে।

সুনামগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার জানান,বসুন্ধরা গ্রুপের ঐ উদ্যোগটি সত্যি খুব প্রশংসনীয়। আমি চাই তারা যেন সব সময় অসহায় মানুষের পাশে থাকে।

এ সংক্রান্ত আরও সংবাদ