৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ২১শে সেপ্টেম্বর, ২০২৩ ইং
প্রকাশিত:শনিবার, ১১ জুন ২০২২ ০৮:০৬
সুরমাভিউ:- দক্ষিণ সুরমা উপজেলার গোটাটিকর, ষাটঘর নিবাসী কুচাই ইউনিয়ন পরিষদ এর সাবেক তিন বারের সদস্য জহুর উদ্দিন আহমদ (মিয়া মেম্বার) আজ (১১জুন,২০২২) শনিবার, সন্ধ্যা ৬.৩০ ঘটিকার সময় ইন্তেকাল করিয়াছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি সিলেট সদর মহকুমা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত জমির উদ্দিন আহমদ সাহেবের বড় ভাই এবং সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির উদ্দিন আহমদ ও সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমদ কয়েছ এর চাচা।
তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান। এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
Helpline - +88 01719305766