২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শুক্রবার, ১০ জুন ২০২২ ০৭:০৬
(৯ জুন) ডিপজলকন্যা ওলিজা মনোয়ারের জন্মদিন। এ উপলক্ষে মেয়েকে দুই কেজি ওজনের স্বর্ণের ব্রেসলেট উপহার দিয়েছেন চলচ্চিত্রের মুভিলর্ড খ্যাত অভিনেতা ডিপজল। এছাড়াও অন্যান্যদের কাছ থেকেও দামি উপহার পেয়েছেন ওলিজা।
জানা গেছে, স্বামী অর্পণের কাছ থেকে ডায়মন্ডের রিং উপহার পেয়েছেন তিনি। বন্ধুবান্ধব ও আত্মীয়-স্বজনরাও প্রচুর উপহার দিয়েছে তাকে। এত এত উপহার পেয়ে উচ্ছ্বসিত ওলিজা।
ঘড়ির কাঁটায় ১২টা বাজতেই পরিবারের সঙ্গে কেট কেটেছেন ডিপজলকন্যা। রাতে শ্বশুরবাড়িতেও কেক কাটবেন তিনি। মেয়ের বিশেষ দিনটি উপলক্ষে রাতে সবাইকে খাওয়াবেন ডিপজল। আগামী সপ্তাহে পুরো পরিবার মিলে কক্সবাজার ঘুরতে যাবেন তারা।
এদিকে বুধবার (৮ জুন) প্রথম পুত্রবধূকে ঘরে তুলেছেন ডিপজল। রাজকীয় আয়োজনে সম্পন্ন হয়েছে বিয়ের আনুষ্ঠানিকতা। আগামী শুক্রবার (১০ জুন) বসুন্ধরা কনভেনশন সেন্টার বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
ভাইয়ের বিয়ের সাজেও অতিথিদের নজর কেড়েছেন ওলিজা। গায়ে হলুদের অনুষ্ঠানে ওলিজার গলার নেকলেস নিয়ে অন্তর্জালেও বেশ আলোচনা হয়েছে। থাইল্যান্ড থেকে মুক্তা এনে নেকলেসটি তিনি নিজেই বানিয়েছেন। এটি তৈরিতে সময় লেগেছে পাঁচ দিন। নেকলেসটির ওজন ৬ কেজি। সব মিলিয়ে তার খরচ হয়েছে ৬ লাখ টাকা।
প্রসঙ্গত, ডিপজলের তিন ছেলে ও এক মেয়ে। ২০১৮ সালের জুনে ব্যবসায়ী অর্পণের সঙ্গে মেয়ে ওলিজার বিয়ে দিয়েছেন। ইতোমধ্যে দুই সন্তানের মা হয়েছেন টিভি মেকআপ, ফিল্ম মেকআপ, থিয়েটার মেকআপে পারদর্শী ওলিজা।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766