উন্নতমানের হোটেল-রেস্তুরাগুলো অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে : নাদেল

প্রকাশিত:শুক্রবার, ১০ জুন ২০২২ ০৭:০৬

উন্নতমানের হোটেল-রেস্তুরাগুলো অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে : নাদেল

সুরমাভিউ:-  বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, দেশের উন্নতমানের হোটেল রেস্তুরাগুলো অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করছে। দেশ-বিদেশে পর্যটকদের আকৃষ্ট করতে এই হোটেলগুলোর অবদান অপরিসীম। পর্যটন নগরী সিলেটে কোলাহল মুক্ত নিরিবিল পরিবেশে স্থাপিত হোটেল গ্রান্ড শাহ কামাল এ আয়োজনে অন্যতম।

শুক্রবার (১০ জুন) সকালে সিলেট নগরীর বিমানবন্দর রোডস্থ আম্বরখানা পয়েন্ট সংলগ্ন অভিজাত হোটেল গ্রান্ড শাহ কামাল এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। এর পূর্বে ফিতা কেটে উদ্বোধন করেন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল ও সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী সহ অন্যান্য অতিথিবৃন্দ।

প্রতিষ্ঠানের চেয়ারম্যান আক্তার মিয়া কামালীর সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন  সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আকমল হোসেন, আম্বরখানা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি কুতুবুর রহমান চৌধুরী, সিনিয়র সহ সভাপতি আব্দুল আজিজ, ময়নুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হোসেন লালন, প্রতিষ্ঠানের পরিচালক মাজেদ কামালী, কাওসার মিয়া, আলাউদ্দিন কামালী, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শাহ আলম, মহানগর যুবলীগের সাবেক সদস্য ফারুক আহমদ, প্যানেল চেয়ারম্যান শামসুদ্দিন কামালী প্রমুখ। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ