২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বৃহস্পতিবার, ০৯ জুন ২০২২ ০৮:০৬
সুরমাভিউ:- মহান জাতীয় সংসদে আগামী ২০২২-২৩ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। প্রস্তাবিত বাজেটকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন:
আজ বৃহস্পতিবার (৯ জুন,২০২২) বিকেলে মহান জাতীয় সংসদে আগামী ২০২২-২৩ অর্থ বছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় অংকের ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট উপস্থাপন করা হয়েছে। এটি বর্তমান সরকারের ২৩তম, বাংলাদেশের ৫১তম এবং বর্তমান অর্থমন্ত্রীর চতুর্থ বাজেট। প্রস্তাবিত বাজেটে সরকার মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ৭ দশমিক ৫ শতাংশ এবং মূল্যস্ফীতির নির্ধারিত লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ দশমিক ৫ শতাংশ।
“কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন” শিরোনামের এবারের উপস্থাপিত বাজেট প্রস্তুত হয়েছে বর্তমান আওয়ামী লীগ সরকারের অতীতের অর্জন এবং উদ্ভূত বর্তমান পরিস্থিতির সমন্বয়ে।
বৈশ্বিক ঝুঁকি কাটিয়ে অর্থনীতির স্থিতিশীলতা রক্ষার পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখে জনজীবনে স্বস্তি ফেরানোই এবারের বাজেটের প্রধানতম লক্ষ্য। ইতোমধ্যে সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বৈশ্বিক পরিস্থিতি মোকাবিলায় বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে সরকার।
গত অর্থবছরে স্বাস্থ্যের জন্য বরাদ্দ ছিল ৩২ হাজার ৭৩১ কোটি টাকা। এবার প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ রাখা হয়েছে ৩৬ হাজার ৮৬৩ কোটি টাকা। অর্থাৎ স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ্দ বেড়েছে গত বছরের চেয়ে ৪ হাজার ১৩২ কোটি টাকা। যা করোনা মহামারী পরবর্তী স্বাস্থ্য সুরক্ষায় ভূমিকা রাখতে সহায়ক হবে।
সামাজিক সুরক্ষা খাতে প্রস্তাবিত বাজেটে ১ লাখ ১৩ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হচ্ছে। যা দারিদ্র্য বিমোচনে সহায়তা করবে।
অর্থনীতিতে কোভিড-১৯-এর ধকল কাটতে না কাটতেই এল ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেল, জ্বালানি তেলসহ প্রায় সব জিনিসের বাড়তি দাম। তাতেই তৈরি হয়েছে বাড়তি চাপ। তার সঙ্গে যুক্ত হয়েছে মার্কিন ডলারের সংকট। ডলারের বিপরীতে কমছে টাকার মান। প্রবাসী আয়ও কমতির দিকে। সংকটময় এই পরিস্থিতি কাটিয়ে উঠতে “সব পরিস্থিতি বিশ্লেষণ করে” অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সরকারের যে বাজেট উপস্থাপন করেছেন তা অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সক্ষম হবে বলে আমরা মনে করি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের রাখার সব পদক্ষেপও রাখা হয়েছে প্রস্তাবিত বাজেটে। সার্বিক দিক বিবেচনায় সিলেট জেলা আওয়ামী লীগ মনে করে আগামী ২০২২-২৩ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে বর্তমান আওয়ামী লীগ সরকারের অতীতের অর্জন এবং উদ্ভূত বর্তমান পরিস্থিতি সফলভাবে মোকাবেলার সর্বোচ্চ সমন্বয় সাধনের চেষ্টা করা হয়েছে।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766