১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ৩রা অক্টোবর, ২০২৩ ইং
প্রকাশিত:বৃহস্পতিবার, ০৯ জুন ২০২২ ০৯:০৬
সুরমাভিউ:- সিলেটের বিয়ানীবাজার উপজেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। বুধবার (৮ জুন) উপজেলার সেলিমবাগ কমিউনিটি সেন্টারে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দিন খান এবং সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ কৃষক লীগ সিলেট জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য শাহ নিজাম উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো: নাসির উদ্দিন খান বলেন, আওয়ামী লীগ যতবার সরকার পরিচালনা করেছে দেশের উন্নয়ন হয়েছে। সাধারণ মানুষ শান্তিতে বসবাস করেছেন। দেশের মানুষের সমর্থন নিয়ে টানা তৃতীয় মেধা আওয়ামী লীগ সরকার দেশ পরিচালনা করছে। আমরা এখন উন্নত রাষ্ট্রে দিকে ধাবিত হচ্ছি।
তিনি বলেন, বিএনপি জামায়াতের নৈরাজ্য-বিশৃঙ্খলা উৎখাত করে বাংলাদেশ সুশৃঙ্খ রাষ্ট্রে পরিণত হয়েছে। সকল ষড়যন্ত্র প্রতিহত করে আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন হবে। প্রধানমন্ত্রী জাতির জনকের কন্যা পদ্মা সেতুর উদ্বোধন করবেন। আওয়ামী লীগের উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, বিয়ানীবাজার কৃষক লীগের নেতাকর্মীদের সরকারের উন্নয়ন প্রচার করতে হবে। দেশের মানুষের কাছে যেসব স্বপ্ন ছিল আজ তা বাস্তবে রূপ লাভ করছে। ফ্লাইওভার, মেট্টোরেল, কর্ণফুলি টানেল, সিলেট-ঢাকা মহাসড়ক ৬ লেনে উন্নীত করা সহ নানা মেঘা প্রকল্প বাস্তবায়ন হয়েছে কিংবা বাস্তবায়নের পথে।
বিয়ানীবাজার উপজেলা কৃষকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মোহাম্মদ আব্দুস ছামাদের সভপতিত্বে ও সদস্য সচিব তাজুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন সিলেট জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো: শামছুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুলুল ইসলাম আউয়াল, সিলেট জেলা কৃষক লীগের সহ-সভাপতি তেরাব আলী, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য শাহিদুর রহমান চৌধুরী জাবেদ, সিলেট জেলা কৃষক লীগের যুগ্ম-সম্পাদক শাহ আহমেদুর রব, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সার্জেন আবুল হোসেন, মৎস্য ও প্রাণী বিষয়ক সম্পাদক শামীম আহমদ, বাংলাদেশ কৃষক লীগ সিলেট জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক শমসের সিরাজ, সিলেট সদর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আঙ্গুর মিয়া, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আহমদ হোসেন বাবুল ও আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির ও মাসুদ হোসেন খান, দপ্তর সম্পাদক বেলাল আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জুবের আহমদ, সহ প্রচার সম্পাদক মো. আমান উদ্দিন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য সুরমান আলী, আব্দুল কাদির, নোমান আহমদ, পলাশ আফজল, আছার উদ্দিন, কাওছার আহমদ ও বিয়ানীবাজার উপজেলা মৎস্যজীবী কমিটির আহবায়ক সার্জেন তাজ উদ্দিনসহ আরো অনেকে।
বিয়ানীবাজার উপজেলা কৃষকলীগের সম্মেলন প্রস্ততি কমিটির সদস্য ছফর উদ্দিন, শিপার উদ্দিন মুন্না, আলম মিয়া, মজনু শাহ, জাহেদ আহমদ, শাহ আলম, অলিউর রহমান, আবু তাহের, রুহেল আহমদ, বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগ নেতা আজাদ জিসান, এ এস চৌধুরী হিরণ, স্বপন আহমদ, নাহিদ চৌধুরী শাহিদ, কামরুল ইসলাম, জাহেদ আলম বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রলীগ নেতা অনি, সাইদুল খান, মোস্তাফা, মাজেদ , আরিফ, কাওছার আহমেদ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগ নেতা এম এ হানিফ ও স্বপন আহমদ।
সম্মেলনের প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে জেলা কৃষক লীগের সভাপতি শাহ নিজাম উদ্দীনের সভাপতিত্বে ও সিলেট জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো: শামছুল ইসলামের পরিচালনায় কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। উপজেলার সব ইউনিয়নের কৃষক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মতামতের ভিত্তিতে আহবায়ক মোহাম্মদ আব্দুস ছামাদকে সভাপতি এবং যুগ্ম-আহবায়ক তাজুল ইসলাম চৌধুরীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
Helpline - +88 01719305766