মাদক পাচার মোকাবেলা ও গবেষণা কাজের জেলা পর্যায়ে কর্মশালা অনুষ্টিত

প্রকাশিত:বুধবার, ০৮ জুন ২০২২ ১১:০৬

মাদক পাচার মোকাবেলা ও গবেষণা কাজের জেলা পর্যায়ে কর্মশালা অনুষ্টিত
সুনামগঞ্জ প্রতিনিধি:-  সুনামগঞ্জে সীমান্তবর্তী মাদক পাচার মোকাবেলায় সমন্বিত কৌশল নির্ধারণে গবেষণা কাজের সকল শ্রেনী পেশার মানুষের সাথে নিয়ে এক কর্মশালা অনুষ্টিত হয়।
মঙ্গলবার বিকালে স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্টের আয়োজনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের  সহকারী পরিচালক সাজেদুল হাসানের সভাপতিত্বে স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট প্রোগ্রাম ম্যানাজার সঞ্জয় কিশোরের সঞ্চালনায় এই কর্মশালা অনুষ্টিত হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ে এই কর্মশালা অনুষ্টানে জেলার সীমান্তবর্তী বিভিন্ন জায়গা দিয়ে মাদক পাচারের চিত্র ও পাচার প্রতিরোধে গুরুত্বপূর্ণ উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিরা।
এ সময় উপস্তিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাব-ইন্সপেক্টার মামুনুর রশীদ সাব-ইন্সপেক্টার জুয়েল মিয়া সহ বিভিন্ন আগতিক অতিথিরা।

এ সংক্রান্ত আরও সংবাদ