১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বুধবার, ০৮ জুন ২০২২ ০৬:০৬
বিশ্বনাথ প্রতিনিধি:- বিশ্বনাথে দু’দিন ব্যাপী ই-নামজারী, অনলাইনে ভুমি উন্নয়ন কর আদায় এবং দাখিলার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতামূলক প্রশিক্ষণ বুধবার জাইকার সহায়তায় উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান।
প্রশিক্ষণে উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বলেন, ঘরে বসেই মোবাইলের মাধ্যমে ই,নামজারী, ভুমি উন্নয়ন করসহ জমির প্রয়োজনীয় কাজ করা যায়। সহজভাবে অনলাইনে প্রত্যেক মানুষ নিজ নিজ কাজ করতে পারবে। তিনি বলেন, আমাদের কাজ আমরাই করব, অনলাইনে করব। বিষয়টি গুরুত্বসহকারে সচেতন মানুষেরা সবাইকে জানিয়ে দিবে হবে।
প্রশিক্ষণে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা সহকারি কশিশনার (ভ‚মি) আসমা জাহান সরকার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জুলিয়া বেগম, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক আব্দুল মতিন, বিশ্বনাথ পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালাল, প্রবীণ দলিল লেখক আলহাজ্ব ফয়জুর রহমান, দলিল লেখক সমিতির সভাপতি কলমদর আলী, বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন সভাপতি সাইফুল ইসলাম বেগ, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজন্সি (জাইকা) বিশ্বনাথ উপজেলার কর্মকর্তা রাজু আহমদসহ উপজেলার বিভিন্ন শেণী পেশার লোকজন।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766