২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
প্রকাশিত:মঙ্গলবার, ০৭ জুন ২০২২ ০৮:০৬
রাহাদ হাসান মুন্না, তাহিরপুর:- ভাটির জনপদ হাওর বেষ্টিত এলাকা সুনামগঞ্জ জেলার অন্যতম পর্যটনকেন্দ্র তাহিরপুর উপজেলায় বর্ষাকালের শুরু থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন উপজেলার টাঙ্গুয়ার হাওর,নিলাদ্রি লেক,লাকমা ছড়া,বারেক টিলা,শিমুল বাগান সহ পর্যটনকেন্দ্র গুলোর সৌন্দর্য্য উপভোগ করার জন্য। পর্যটকদের সুবিদার জন্য এ বছর ‘পর্যটকবাহী’ প্রতিটি নৌকাকে রেজিস্ট্রেশনের আওতায় নেয়ার সিদ্ধান্ত নিয়েছে, তাহিরপুর উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৭ জুন ) বেলা ১২ টা ৩০ মিনিটের সময় তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসারের ফেসবুক থেকে এ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, তাহিরপুর উপজেলার পর্যটকবাহী প্রতিটি নৌকাকে আগামী ১৩ জুনের মধ্যে আবেদনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। প্রতিটি নৌকার নমুনা সংগ্রহ করার করার পর ১০০ টাকা মুল্যের একটি স্ট্রাম্পের মাধ্যমে চুক্তিনামা করা হবে এবং প্রতিটি পর্যটকবাহী নৌকাকে রেজিস্ট্রেশন নাম্বার সহ একটি নেইমপ্লেট দেয়া হবে। রেজিস্ট্রেশন বিহীন কোন ‘পর্যটকবাহী’ নৌকা নদী অথবা হাওরে চলাচল করতে পারবে না।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রায়হান কবির বলেন, উপজেলার প্রতিটি পর্যটকবাহী নৌকাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন বিহীন কোন নৌকা চলাচল করতে পারবে না।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766