৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:সোমবার, ০৬ জুন ২০২২ ১০:০৬
আমিনুল ইসলাম কানাইঘাট:- বন্যা আসবে, বন্যা যাবে। এটি প্রাকৃতিক দুর্যোগ। এই দুর্যোগ মুখাবেলা করেই আমাদের এগিয়ে যেতে হবে। প্রতিবার বর্ষাকালে কমবেশী বন্যা হলেও এবার বেশি হয়েছে।
এ কারনে প্রধানমন্ত্রী সিলেটবাসীর খবর নিতে ৩ জন মন্ত্রী পাঠিয়েছেন। এমনকি জেলা প্রশাসকের মাধ্যমে নিজেই বানবাসীদের খবর নিচ্ছেন। সরকারের পক্ষ থেকে ত্রাণ পাঠিয়েছেন। পাশাপাশি বৃত্তবানদের এগিয়ে আসার অনুরোধ করেছেন। যার ধারাবাহিকতায় আজ সিলেট-৫ আসনের এমপি হাফিজ মজুমদার, মস্তাক আহমদ পলাশ ও ইউপি চেয়ারম্যান তমিজ উদ্দিনের অর্থায়নে এখানে ত্রাণ বিতরণ করা হচ্ছে। আজ সোমবার বেলা ২টায় সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি কমপ্লেক্স হল রুমে বন্যা কবলিত এলাকার মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী।
এ সময় ইউপি চেয়ারম্যান তমিজ উদ্দিনের সভাপতিত্বে ও ছাত্র নেতা রুহুল আমীনের পরিচালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মস্তাক আহমদ পলাশ, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জামাল উদ্দিন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক সেলিম চৌধুরী, ইউপি সদস্য মজির উদ্দিন।
পরে বিকাল সাড়ে ৩টায় প্রধান অতিথি শফিকুর রহমান চৌধুরী স্থানীয় মুলাগুল বাজারে বন্যার্ত মানুষের মাঝে চাল বিতরণ করেন। এখানে তিনি সমাজের ধর্নাট্য ব্যাক্তিবর্গকে বন্যার্ত মানুষের পাশে দাড়ানো আহবান জানিয়ে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আছে বলেই আজ গরীব দুঃখী মানুষের মুখে হাসি ফুঠেছে।
জানা যায় সিলেট-৫ আসনের এমপি হাফিজ আহমদ মজুমদার, মস্তাক আহমদ পলাশ ও ইউপি চেয়ারম্যান তমিজ উদ্দিনের অর্থায়নে লক্ষীপ্রসাদ পুর্ব ইউনিয়নের ১৮’শ পরিবারের মাঝে ১৫ মেট্রিকটন চাল দুটি স্থানে ভাগ করে বিতরণ করা হয়েছে।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766