মৌলভীবাজারে বিশ্ব পরিবেশ দিবসে সবুজ আন্দোলন’র বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকাশিত:সোমবার, ০৬ জুন ২০২২ ১২:০৬

মৌলভীবাজারে বিশ্ব পরিবেশ দিবসে সবুজ আন্দোলন’র বৃক্ষরোপণ কর্মসূচি
মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:-  খনিজ জ্বালানীর ব্যবহার বন্ধ করুন,নবায়নযোগ্য জ্বালানীর ব্যবহার নিশ্চিত করুন। এ শ্লোগান দিয়ে, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সবুজ আন্দোলন মৌলভীবাজার জেলা শাখার পক্ষ থেকে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রবিবার (৫ জুন) সকাল ১১ ঘটিকায় মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে সংগঠনের যুগ্ম আহবায়ক দুরুদ আহমেদ এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তানিয়া সুলতানা, জেলা সাংবাদিক ফোরামের সভাপতি বকসি ইকবাল আহমেদ, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির জেলা শাখার সভাপতি সালেহ আহমদ সেলিম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য জাতীয় দৈনিক খবরপত্র জেলা প্রতিনিধি, শ. ই সরকার জগলু, এম,মুহিবুর রহমান, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ বোরহান উদ্দিন সোসাইটি, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি, মাহবুবুর রহমান রাহেল, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ চৌধুরী সুমন, সাংবাদিক মামুনুর রশীদ চৌধুরী মসু, সাংবাদিক এম এ কাইয়ুম সুলতান, সাংবাদিক সেকুল ইসলাম তালুকদার, সাংবাদিক জাকির হোসেন, সমাজকর্মী ও সাংবাদিক চৌধুরী মোহাম্মদ  মেরাজ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাইফুল ইসলাম সোহেল, সমাজসেবক শেখ ফয়েজ আলী, নারী উদ্যোক্তা রীণা সরকার, মিতালী দাশ, নীলা প্রমুখ।
এসময় শতাধিক নারী পুরুষের মধ্যে ফলজ এবং ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ