মুক্তিয়োদ্ধা তোতা মিয়ার রোগমুক্তির কামনায় মুক্তিযোদ্ধা যুব কমান্ডের দোয়া মাহফিল

প্রকাশিত:সোমবার, ০৬ জুন ২০২২ ১০:০৬

মুক্তিয়োদ্ধা তোতা মিয়ার রোগমুক্তির কামনায় মুক্তিযোদ্ধা যুব কমান্ডের দোয়া মাহফিল

সুরমাভিউ:-  বিশ্বনাথ উপজেলার ২নং খাজাঞ্চী ইউনিয়নের বাওয়ন পুর গ্রামে নিবাসী মৃত ইস্তাজ উল্লাহ ( ইউনুছ আলীর) ছেলে লন্ডন প্রাবসী বীর মুক্তিয়োদ্ধা ও সমাজ সেবক তোতা মিয়ার রোগমুক্তির কামনায় মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট সদর উপজেলা কমিটির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (৬জুন) রাতে নগরীর কুমারগাওঁস্থ মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সিলেট জেলার অস্থায়ী কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মুক্তিয়োদ্ধা যুব কমান্ড সিলেট জেলার সভাপতি মো: জিল্লুর রহমান এর সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট সদর উপজেলা কমিটির সভাপতি মো: শায়েস্তা তালুকদার এর পরিচালনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক কমান্ডার বাংলাদেশ মুক্তিয়োদ্ধা সংসদ, সিলেট জেলা ইউনিট কামান্ড মির্জা জামাল পাশা।

বিশেষ অতিথি হিসাকে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আমির আলী, বীর মুক্তিযোদ্ধা আমরু মিয়া, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, সিলেট জেলা ও মহানগর এর প্রতিনিধি নুর আহমদ কামাল, মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলা প্রস্তাবিত সম্পাদক সাইফুল ইসলাম।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সিলেট সদর উপজেলা আওয়ামীলীগ নেতা জুবের আহমদ সুমন, ফয়েজ আহমদ, নুরুল ইসলাম, শ্রমিক নেতা সালমান আহমদ,সদর উপজেলা যুব কমান্ড সহ সভাপতি আব্দুল কাহার, সদর যুবলীগ নেতা মিজানুর রহমান মিজান, সদর যুব কমান্ড নেতা জাবেদ, আব্দুর রশিদ, জামাল,মুক্তিযোদ্ধা সন্তান আব্দুল মান্নান সহ নেতৃবৃন্দ প্রমুখ।

বীর মুক্তিয়োদ্ধা তোতা মিয়ার রোগমুক্তি কামনা করে মুক্তিযোদ্ধা যুব কমান্ড মিলাদ ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ