জৈন্তাপুরে টিলা ধসে একই পরিবারের ৪ জন নিহত

প্রকাশিত:সোমবার, ০৬ জুন ২০২২ ১০:০৬

জৈন্তাপুরে টিলা ধসে একই পরিবারের ৪ জন নিহত

সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের হাতিজনি এলাকায় টিলা ধসে একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬ জন। আজ সোমবার (৬ জুন) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর ওসি গোলাম দস্তগীর আহমেদ। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

ওসি বলেন, ‘সোমবার ভোর ৫টার দিকে টিলা ধসে চারজন মারা গেছেন। তারা একই পরিবারের সদস্য। তবে তাদের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি।’