আর্জেন্টিনা ৫ গোলে হারাল এস্তোনিয়াকে

প্রকাশিত:সোমবার, ০৬ জুন ২০২২ ১০:০৬

আর্জেন্টিনা ৫ গোলে হারাল এস্তোনিয়াকে

ফুটবল তারকা লিওনের মেসি। এবার আর্জেন্টিনার জার্সিতে নতুন নজির স্থাপন করলেন। রবিবার এস্তোনিয়াকে পাঁচ গোলে হারাল আর্জেন্টিনা। আর এই পাচটি গোলই এসেছে মেসির পা থেকে। এই প্রথম আর্জেন্টিনার জার্সিতে একাই পাঁচ গোল করার কৃতিত্ব দেখালেন তিনি। এর আগে ক্লাব ফুটবলে বেয়ার লেভারকুসেনের বিরুদ্ধে তিনি পাঁচ গোল করেছিলেন।

মাচের মাত্র আট মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল করেন মেসি। এস্তোনিয়ার মাতভেই ইগোনেন পেনাল্টি অঞ্চলে ফাউল করায় পেনাল্টি পায় আর্জেন্টিনা। এবার মেসি সুযোগের সদ্ব্যবহার করতে ভুল করেননি। ম্যাচের ৪৫ মিনিটে দ্বিতীয় গোল করেন এ তারকা। পাপু গোমেজ়ের পাস থেকে ২-০ এগিয়ে দেন তিনি। খেলার বিরতির পরেই ডান দিক থেকে আসা বল ক্রস জালে জড়িয় দিয়ে। নিজের অষ্টম আন্তর্জাতিক হ্যাটট্রিক করেন মেসি।