মৌলভীবাজারে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মাতৃদুগ্ধপান কেন্দ্রের উদ্বোধন

প্রকাশিত:রবিবার, ০৫ জুন ২০২২ ১১:০৬

মৌলভীবাজারে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মাতৃদুগ্ধপান কেন্দ্রের উদ্বোধন
মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:-  মৌলভীবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত  মাতৃদুগ্ধপান কেন্দ্র উদ্বোধন করা হয়।
৫ জুন রোববার মাতৃদুগ্ধপান কেন্দ্র উদ্বোধন করেন জেলা ও দায়রা জজ আল-মাহমুদ ফায়জুল কবীর।
এসময় উপস্থিত ছিলেন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আলী আহসান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ ফারুক উদ্দিন এবং জেলা জজশীপ ও ম্যাজিস্ট্রেসির বিজ্ঞ বিচারকবৃন্দ।
প্রতিদিন আদালতে আগত ২-৩ হাজার বিচারপ্রার্থী জনগণ, আইনজীবী ও সহায়ক কর্মকর্তা ও কর্মচারীগণের জন্য এই ম্যাজিস্ট্রেসিতে মাতৃদুগ্ধপান কেন্দ্র না থাকায় সবাইকে বিড়ম্বনা পোহাতে হতো।
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আলী আহসান এই উদ্যোগেকে ধন্যবাদ জ্ঞাপন করেন আদালতে আগত আইনজীবী, সহায়ক কর্মকর্তা-কর্মচারী ও বিচারপ্রার্থী জনগণ।

এ সংক্রান্ত আরও সংবাদ