বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে গোল্ডেন সুনামগঞ্জ সমাজকল্যাণ পরিষদের খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত:রবিবার, ০৫ জুন ২০২২ ০৯:০৬

বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে গোল্ডেন সুনামগঞ্জ সমাজকল্যাণ পরিষদের খাদ্য সামগ্রী বিতরণ

সুরমাভিউ:-  বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে গোল্ডেন সুনামগঞ্জ সমাজকল্যাণ পরিষদ, সিলেটের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (৪ জুন) বিকেলে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার শেওড়া গ্রামে প্রায় শতাধিক পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন পরিষদের নেতৃবৃন্দ।

খাদ্য সামগ্রী বিতরণকালে বক্তারা বলেন, সুনামগঞ্জ সমাজকল্যাণ পরিষদ প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের মানুষের জন্য করছে। সমাজের মানুষের জীবন মান উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। সকলের সহযোগিতায় সংগঠনকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তারা। পাশাপাশি সদস্যবৃন্দ বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের সাহায্যে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ সমাজকল্যাণ পরিষদের সভাপতি ছানাউর রহমান সানু, সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আমিন মাসুদ, সিনিয়র সহ সভাপতি মাওলানা সৈয়দ শিব্বির আহমদ, সাংগঠনিক সম্পাদক শাহেদুর রেজা চৌধুরী পারভেজ, যুগ্ম সম্পাদক খলিলুর রহমান আমিন, কোষাধ্যক্ষ এম. আমির উদ্দিন পাবেল, উপস্থিত ছিলেন, মতছির আলী, আলী হায়দার, আঙ্গুর মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ