জালালাবাদ এসোসিয়েশন ইতালি’র উদ্যোগে নগরীতে খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত:রবিবার, ০৫ জুন ২০২২ ০৯:০৬

জালালাবাদ এসোসিয়েশন ইতালি’র উদ্যোগে নগরীতে খাদ্য সামগ্রী বিতরণ
সুরমাভিউ:-  সিলেট নগরীতে জালালাবাদ এসোসিয়েশন ইতালি’র উদ্যোগে বন্যাদূর্গতের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার ৫ই জুন বিকাল তিনটার সময় নগরীর দক্ষিণ সুরমার টেকনিক্যাল রোডস্থ একটি ইনডোর স্পোর্টস সেন্টারের সামনে শতাধিক নিম্নবিত্ত মানুষের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন দেওয়ান জাকির হোসেন খান, ওয়াহিদুল ইসলাম বাবু, মির্জা আমীর হামজা রামীম, খালেদ আকবর চৌধুরী, জাহেদ আহমেদ বাবু, মাসুদ আহমেদ কবীর, মালেক আহমেদ, জুনেল আহমদ ও তছির আলী।
এই খাদ্য সামগ্রী বিতরণে সার্বিক সহযোগিতা করেছেন জালালাবাদ এসোসিয়েশন ইতালি’র সিনিয়র সহসভাপতি আরমান উদ্দিন স্বপন ও যুগ্ম সম্পাদক বিজয়কর। এ সময় উপস্থিত অতিথিবৃন্দ জালালাবাদ এসোসিয়েশন ইতালি’র কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বলেন, যে কোন বিপদে আপদে, দূযোগ দূর্ভোগে প্রবাসিরা আমাদের সিলেটবাসীর পাশে দাড়ান। জালালাবাদ এসোসিয়েশন ইতালি ও সেই ধারাবাহিকতা বজায় করে চলছে। আগামীতেও যে কোন দূর্যোগে  তাঁদের সহযোগিতা প্রত্যাশা করি।

এ সংক্রান্ত আরও সংবাদ