৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:রবিবার, ০৫ জুন ২০২২ ০৯:০৬
সুরমাভিউ:- সিলেট ওসমানীনগর উপজেলায় বন্যা দূর্গতদের জন্য সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের পক্ষ থেকে ত্রাণ বিতরণ বাবদ ৩ লক্ষ ৫০ হাজার টাকা ওসমানীনগর উপজেলা নির্বাহী অফিসার মিজ নীলিমা রায়হানার হাতে চেক হস্তান্তর করা হয়েছে। (৫ জুন) রোববার দুপুর ১২টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই চেক প্রদান করা হয়।
চেক হস্তান্তরকালে প্রধান অতিথির বক্তব্যে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড এর পরিচালনা পর্ষদের পরিচালক সৈয়দ এপতার হোসেন পিয়ার বলেন, সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড যে কোন দূর্যোগকালীন সময়ে এবং ক্যান্সার রোগী সহ বিভিন্ন ধরণের অসহায় মানুষের জন্য সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি উপজেলা নির্বাহী অফিসার মিজ নীলিমা রায়হানা বলেন, সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড বন্যার্ত মানুষের জন্য যে মহৎ কাজ করেছেন তা প্রশংসার দাবীদার। ভবিষ্যতেও এধরণের মহৎ কাজ অব্যাহত থাকবে বলে আমি আশাবাদী।
চেক হস্তান্তরকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট গ্যাস ফিল্ডস লিমেটেডের (হিসাব ও অর্থ) মহাব্যবস্থাপক পান্না লাল ধর, (টেকনিক্যাল সার্ভিস ডিভিশন) মহাব্যবস্থাপক আনোয়ার হোসেন ভূঁইয়া প্রমুখ। বিজ্ঞপ্তি
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766