শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
প্রকাশিত:শনিবার, ০৪ জুন ২০২২ ০৫:০৬
মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:- বাংলাদেশ আওয়ামী লীগ এর সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি কর্তৃক প্রাণনাশের হুমকির প্রতিবাদে শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন।
শনিবার (৪ জুন) সারাদেশের ন্যায় বেলা ১১ টায় শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল জেলা পরিষদ অডিটোরিয়াম হতে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শ্রীমঙ্গল চৌমুহনায় এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেভুল এর সভাপতিত্বে ও শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুনের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি মোঃ ইউছুফ আলী, ভারপ্রাপ্ত সম্পাদক জগৎজ্যেতি ধর শুভ্র, কোষাধ্যক্ষ ভানু লাল রায়, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আছকির মিয়া, আবু শহীদ মোহাম্মদ আবদুল্লাহ, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মনসুরুল হক, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আকরাম খাঁন, তোফাজ্জল হোসেন ফয়েজ প্রমুখ।
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, আশিদ্রোন ইউপি চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন জহর, রাজঘাট ইউপি চেয়ারম্যান বিজয় বুনার্জী, ভুনবীর ইউপি চেয়ারম্যান আব্দুর রসিদ তালুকদার, কালাপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মতলিবসহ শ্রীমঙ্গল উপজেলার ৯ টি ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগের নেতৃবৃন্দ।