দিরাইয়ের সঞ্জিত অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি

প্রকাশিত:শনিবার, ০৪ জুন ২০২২ ০৬:০৬

অতিরিক্ত উপ পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি পেয়েছেন সুনামগঞ্জের দিরাই উপজেলার সঞ্জিত কুমার রায়।

তিনি দিরাই পৌরসদরের হারনপুর গ্রামের জগন্নাথ জিউর মন্দিরের ভারপ্রাপ্ত সভাপতি সুরঞ্জন রায়ের ৩য় সন্তান।

বৃহস্পতিবার (২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর জননিরাপত্তা বিভাগ পুলিশ শাখা-১ এর উপ সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তা নিশ্চিত করা হয়।

জানা যায়, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বিগত ১৩ মার্চ ২০১৮ সালে টাঙ্গাইল জেলায় যোগদান করার পর দীর্ঘদিন দায়িত্ব পালন কালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে বদলী হয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হিসেবে ঢাকায় যোগদান করে তিনি দায়িত্ব পালন করে আসছেন। এর আগে গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতির জন্য ২০১৮ সালে তিনি বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ সম্মাননা পদক বিপিএম-সেবা পদকে ভূষিত হন।

সঞ্জিত কুমার রায়ের দুই ভাই দুই বোন ছোট ভাই প্রবীর রায় সিলেট এম সি কলেজের প্রভাষক আরেক ভাই  লিটন রায় দিরাই পৌরসভার প্যানেল মেয়র ও  সবার ছোট ভাই ঝুটন রায় নাগেরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বড় বোন  স্মৃতি  রায় পূর্ব চানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা এবং আরেক বড় বোন প্রীতি রায় সিলেটের একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা।

এ সংক্রান্ত আরও সংবাদ