২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শনিবার, ০৪ জুন ২০২২ ০৮:০৬
সুরমাভিউ:- বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক সচিব নূর-উর-রহমান বলেছেন, রেড ক্রিসেন্ট সব সময় দূর্যোগ কবলিত এলাকায় মানবতার কল্যাণে কাজ করে। এরই ধারাবাহিকতায় আমরা আজ কানাইঘাটে আসা এই আসা শেষ নয়, কানাইঘাটবাসীর কল্যানে রেড ক্রিসেন্ট সাহায্যের হাত প্রমানিত থাকবে। প্রধানমন্ত্রীর নির্দেশে সরকাওে পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকায় মানুষের কল্যানে কাজ করছে রেড ক্রিসেন্ট সোসাইটি।
শনিবার (৪জুন) সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটির উদ্যোগে কানাইঘাটের সাতবাক ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে স্বাস্থ্য সুরক্ষার জন্য হাইজিন পার্সেল বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ সদস্য মস্তাক আহমদ পলাশের সভপতিত্বে ও কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুনের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ রেডক্রিসেন্ট সদর দপ্তরের পরিচালক মিজানুর রহমান, আইএফআরসি’র সিনিয়র ম্যানেজার হাসিবুল বারী রাজীব, কানাইঘাট উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি জামাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ আহমদ, কানাইঘাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, চেয়ারম্যান আব্দুল মালিক চৌধুরী, আব্দুল মুমিন চৌধুরী, তমিজ উদ্দিন, জামাল উদ্দিন, মাস্টার লোকমান উদ্দিন, আবু বকর, সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির উপ-পরিচালক আব্দুস সালাম, সাবেক যুব প্রধান নাজিম খান, জেলা পরিষদের সাবেক সদস্য আলমাছ উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মুহিউসুন্নাহ চরিপাড়া মাদ্রাসার ছাত্র হাফিজ মাহফুজুল হাসান। গীতা পাঠ করেন সুজন চন্দ অনুপ।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766