২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শুক্রবার, ০৩ জুন ২০২২ ০৭:০৬
সুরমাভিউ:- জনতা ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয়, ঢাকার আইসিটি ডিপার্টমেন্ট কর্তৃক ৩ জুন শুক্রবার সকাল সাড়ে নয়টায় সিলেট বিভাগীয় কার্যালয়ে দিনব্যাপী “আইসিটি সিকিউরিটি এ্যাওয়ারনেস এন্ড ফ্রড প্রিভেনশন” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্যাংকের সিলেট বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোঃ আব্দুল ওয়াদুদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জনতা ব্যাংকে কর্মরত কর্মকর্তাদের আইসিটি সিকিউরিটি বিষয়ে পুরোপুরি জ্ঞান অর্জন করে সচেতন থেকে কাজ করে যেতে হবে।
তিনি বলেন ব্যাংক একটি আর্থিক প্রতিষ্ঠান তাই এখানে সিকিউরিটি বিষয়ট অনেক গুরুত্বপূর্ণ। তিনি প্রশিক্ষণে উপস্থিত সকল কর্মকর্তাতে দক্ষ হয়ে গ্রাহক সেবা সহ ব্যাংকের বিভিন্ন কাজ আন্তরিকতার সাথে পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করেন।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের আইসিটি ডির্পামেন্ট–সিস্টেম এর উপমহাব্যবস্থাপক মোঃ আবু হেনা মোস্তফা জামাল, সহকারী মহাব্যবস্থাপক জয়নাল আবেদীন, সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ আবদুল মোহাইমেন, প্রিন্সিপাল অফিসার বায়েজীদ হাসান ভূঞাঁ।
কর্মশালায় কোঅর্ডিনেশন করেন বিভাগীয় কার্যালয়, সিলেট এর সিনিয়র অফিসার জিয়াউর রহমান ও প্রধান কার্যালয়ের আইসিটি ডিপার্টমেন্ট এর আইটি অফিসার মোঃ আব্দুর রব। সিলেট বিভাগের ৪টি এরিয়ার ৫০ জন কর্মকর্তা এ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766