যুক্তরাজ্যে আবারও অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ আলমগীর

প্রকাশিত:শুক্রবার, ০৩ জুন ২০২২ ০৯:০৬

যুক্তরাজ্যে আবারও অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ আলমগীর

আন্তর্জাতিক ডেস্ক।। যুক্তরাজ্যের নর্থইষ্ট এ বসবাস কারি বাংলাদেশিদের নিয়ে আয়োজন করা হয় নর্থইষ্ট বাংলাদেশী অ্যাওয়ার্ড ২০২২।

নিউক্যাসল সিটি কাউন্সিলের আটশত বছরের ইতিহাসে বি এম ই কমিটি থেকে এই প্রথম কোন কাউন্সিলার কে লডমেয়র এর জায়গায় বসানো হয় ।

লডমেয়র কাউন্সিলার হাবিব রাহমানের হাত দিয়ে বিভিন্ন ক্যটাগরিতে বাংলাদেশি দের অবদান রাখায় এই সম্মাননা অ্যাওয়ার্ড তুলে দেন ।

শহরের একমাত্র বাস্কেট বল স্টেডিয়ামে ইগল সেন্টারে জাকজমক পুর্ন অনুষ্টানের মাধ্যমে এইসম্মাননা দেওয়া হয়।

লালগালিচায় হেটে উপস্তিত হন স্কটল্যান্ড থেকে আগতো স্কটল্যান্ড পার্লামেন্ট এর প্রথম বাংলাদেশি সদস্য ফয়সল চৌধুরী( এম এস পি) ।

বাংলাদেশি কালচার কে বৃটিশ বাংলাদেশিদের কাছে পরিচয় করিয়ে দিতে গত বিশবছর নর্থইষ্ট ইংল্যান্ডে কাজকরে যাচ্ছে। নিউক্যাসল শহরে বেড়ে উঠা সবার পরিচিত প্রিয় মুখ মোহাম্মদ আলমগীর।

আলমগীরের হাতধরে বাংলাদেশের প্রথম সারির নাট্য শিল্পি আজিজুল হাকিম, তানিয়া আহমেদ,জয়া আহসান ,মামুনুর রসিদ , মাহফুজ আহমেদ. ফেরদৌস আহমেদ সহ অনেকেই নাটক করে গেছেন এই শহরে ।

কাজ করা হয় কলকাতার প্রসেনজিৎ সহ বলিউডের আরশাদ ওারছি ,দিয়া মির্জা,বমন ইরানি সহ অনেকের সাথে।

২০১৬সাল থেকে মোহাম্মদ আলমগীর বৃটেনের কারি শেফ দের নিয়ে টেলিভিশন রিয়ালেটি শো আরম্ভ করেন যার মাধ্যমে বর্তমান কারি ইন্ডাস্ট্রি সেফ দের কে উৎসাহ এবং পাশাপাশি সেফ একটি সম্মানি পেশা হিসেবে গর্ব করাটাই মুল উদ্দেশ্য।

মোহাম্মদ আলমগীর একজন সাংবাদিক হিসেবে কমিউনিটিতে পরিচিত। লডমেয়র হাবিব রহমান মোহাম্মদ আলমগীর কে মিডিয়া, কালচার ও আর্ট কাটাগরিতে বিশেষ রেকেগনাইজেসন হিসেবে অ্যাওয়ার্ড তুলে দেন।

নেবা অ্যাওয়ার্ড এর অন্যতম অরগানাইজার রাব্বি এবং কোর্ডিনেটর পারবেজ আহমেদ বলেন আগামি বছর থেকে প্রতিবছর এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে কমিউনিটির কাজ করা মানুয দের সন্মাননা দেওয়া হবে