মৌলভীবাজারে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

প্রকাশিত:শুক্রবার, ০৩ জুন ২০২২ ০২:০৬

মৌলভীবাজারে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:-  বৃহস্পতিবার ২ জুন রাত ৮ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার  পাত্রখোলা চৌমুহনা সিএনজি স্ট্যান্ডের সামন থেকে ১শত ৩৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন ১. জিলই মিয়া ওরফে জিলাই মিয়া (৩২), পিতা-মৃত বারিক মিয়া, সাং-দক্ষিণ গুলের হাওর, ২. আফাং মিয়া (৪২), পিতা-মৃত গোলাপ মিয়া, সাং-প্রেমনগর, থানা-রাজনগর, বর্তমান ঠিকানা- সাং-গুলের হাওর টিলা, উভয় থানা-কমলগঞ্জ, জেলা-মৌলভীবাজার। গ্রেফতারের সময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান জানান, জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল ১শত ৩৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ