বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারকে নগদ অর্থ দিলো আইডিয়াল ভিলেজ ইয়্যুথ সোসাইটি

প্রকাশিত:বৃহস্পতিবার, ০২ জুন ২০২২ ১১:০৬

বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারকে নগদ অর্থ দিলো আইডিয়াল ভিলেজ ইয়্যুথ সোসাইটি

সুরমাভিউ:-  আইডিয়াল ভিলেজ ইয়্যুথ সোসাইটি সিলেটের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বুধবার (১ জুন) বিকাল ৫টায় নগরীর কানিশাইল এলাকায় এই নগদ অর্থ বিতরণ করা হয়।

আইডিয়াল ভিলেজ ইয়্যুথ সোসাইটি সিলেটের সভাপতি মোঃ মুজাক্কির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক যুব সংগঠক আলী আহসান হাবীব এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী হাসনা বেগম, সমাজসেবক নাসির উদ্দীন, আইডিয়াল ভিলেজ ইয়্যুথ সোসাইটি সিলেটের সহ সভাপতি সাংবাদিক ফারহানা বেগম হেনা, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক যুব সংগঠক এ বি মজুমদার রনি, আইডিয়াল ভিলেজে ফোরাম মীরপুর, জগন্নাথপুর এর সাধারণ সম্পাদক মীর বরকত আকবর, সাংগঠনিক সম্পাদক ক্রীড়া সংগঠক মোল্লা মোঃ সুলতান, আইডিয়াল ভিলেজ ইয়্যুথ সোসাইটি সিলেটের, সাংগঠনিক সম্পাদক মোঃ দেলওয়ার হোসেন, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ খোকন, সহ দপ্তর সম্পাদক তমিজুর রহমান, সদস্য হাসান আহমেদ হাসু প্রমুখ।

নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে নগরীর কানিশাইল, ঘাসিটুলা, বেতের বাজার এলাকার ৫০টি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের আর্থিক অনুদান প্রদান করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ সংগঠনের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ