২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বৃহস্পতিবার, ০২ জুন ২০২২ ১২:০৬
সুরমাভিউ:- জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২২ এ সিলেট বিভাগে শ্রেষ্ঠ বিএনসিসি ক্যাডেট নির্বাচিত হয়েছেন সিলেট সরকারি মহিলা কলেজ বিএনসিসি প্লাটুনের ক্যাডেট সার্জেন্ট জয়া বেগম।
একই সাথে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের লাড়াইয়ে সুযোগ পেয়েছেন এই মেধাবী ক্যাডেট।
এ বিষয়ে তার অনুভূতি জানতে চাইলে বলেন, ‘অবশ্যই এটি আমার কর্ম জীবনে বড় ধরনের প্রাপ্তি। ক্যাডেট হিসেবে আমার শ্রমের অর্জন হিসেবে আমি জাতীয় পর্যায়ে অংশগ্রহনের সুযোগ পেয়েছি। তিনি আরও বলেন, যারা এই আর্জনে আমাকে প্রতিনিয়ত অনুপ্রাণীত করেছেন তাদের প্রতি রইল অনিঃশেষ কৃতজ্ঞতা।
তাহার পিতা বলেন, আমার মেয়ের এই অর্জনে আমি নিজেকে গর্বিত মনে করছি। আশা করছি জয়ার হাত ধরে সিলেট সরকারি মহিলা কলেজ বিএনসিসি প্লাটুন সফলতার সর্বোচ্চ পর্যায়ে পৌছবে।
জয়া বেগম সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ভাঁতগাও ইউনিয়নের জহিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সভাপতি, সমতা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি, ভাঁতগাও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি দবিরুল ইসলামের মেয়ে।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766