ভোলাগঞ্জে দায়ের কোপে গরুর পা দ্বিখন্ডিত: থানায় অভিযোগ

প্রকাশিত:বৃহস্পতিবার, ০২ জুন ২০২২ ০৮:০৬

ভোলাগঞ্জে দায়ের কোপে গরুর পা দ্বিখন্ডিত: থানায় অভিযোগ

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:-  সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ গ্রামে ধানের চারা খাওয়াকে কেন্দ্র করে দা এর কোপে গরুর পা দ্বিখণ্ডিত করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে নোয়াগাঁও গ্রামের মোঃ ফয়জুর রহমান বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, ৩০ মে ভোলাগঞ্জ গ্রামের ফারুক মিয়ার বাড়ির পাশে তার গরুটি ঘাস খাওয়ার জন্য রেখে আসেন। বিকাল ৪ টায় তিনি খবরপান তার গরুটিকে ভোলাগঞ্জ গ্রামের হোসন আহমদ কুপিয়ে মারাত্মক আহত করেছেন। পরে ফয়জুর রহমান সেখানে উপস্থিত হয়ে দেখেন হোসন আহমদ দা দিয়ে কুপিয়ে গরুটির বাম পা কেটে ফেলছেন। তখন ফয়জুর রহমান গরুটির পা কেন কাটলেন জিজ্ঞেস করলে হোসন আহমদ তাকেও হত্যার হুমকি দেন। এ বিষয়ে ফয়জুর রহমান বাদী হয়ে ভোলাগঞ্জ গ্রামের মৃত সোনা উল্লাহর ছেলে হোসন আহমদকে (৫০) একমাত্র আসামি করে কোম্পানীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এসআই খলিলুর রহমান বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। ধানের চারা গরুটি খেয়ে ফেলেছিল সেজন্য এই ঘটনা ঘটেছে। গরুটি মারাত্মক জখম হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) ফয়েজ আহাম্মদ বলেন, এটি নন অ্যাফেয়ার মামলা। আমরা প্রসিকিউশন কোর্টে প্রেরন করবো। কোর্ট এটি অ্যাফেয়ার করবে।

এ সংক্রান্ত আরও সংবাদ