বর্ণি উচ্চ বিদ্যালয়ে বিধি বহির্ভূত ম্যানেজিং কমিটি বাতিলের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে দরখাস্ত

প্রকাশিত:বৃহস্পতিবার, ০২ জুন ২০২২ ১১:০৬

বর্ণি উচ্চ বিদ্যালয়ে বিধি বহির্ভূত ম্যানেজিং কমিটি বাতিলের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে দরখাস্ত

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:-  সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বর্ণি উচ্চ বিদ্যালয়ের বিধি বহির্ভূত ম্যানেজিং কমিটি বাতিলের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে দরখাস্ত করা হয়েছে। ২৯ মে বর্ণি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট থেকে ৯ম শ্রেণীতে পড়ুয়া কয়েকজন শিক্ষার্থীর অভিভাবক ও প্রতিষ্ঠাকালীন এলাকার সংশ্লিষ্ট ব্যাক্তিগন এই দরখাস্ত করেন।

দরখাস্তে তারা উল্লেখ করেন, ২০১৯ সালে বর্ণি উচ্চ বিদ্যালয় এমপিও ভূক্ত হয়। কিন্তু প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান নন এমপিও ভূক্ত থাকা সত্ত্বেও স্ব পদে বহাল রয়েছেন। তিনি যাতে অন্যায় ভাবে স্ব পদে বহাল থাকতে পারেন সেজন্য তার মনোনীত বিতর্কিত ব্যক্তিদের দিয়ে কাউকে না জানিয়ে ম্যানেজিং কমিটি গঠন করে সিলেট শিক্ষা বোর্ডে জমা দিয়েছেন। তারা অভিযোগে আরো উল্লেখ করেন প্রতিষ্ঠানের স্বার্থে বিধি বহির্ভূত ম্যানেজিং কমিটি বাতিল করে প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমানের পরিবর্তে ভারপ্রাপ্ত একজন প্রধান শিক্ষক নিয়োগ করে ম্যানেজিং কমিটি গঠন করা প্রয়োজন। এ ছাড়াও প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের কথা উল্লেখ করে আগেও বিভিন্ন দপ্তরে অনেকবার অভিযোগ করেছেন এলাকার সচেতন মহল।

একটি সুত্র জানায় প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর মহাপরিচালক বরাবর এমপিও ভুক্তি জটিলতা নিরসনের জন্য আবেদন করেন। কিন্তু তিনি এমপিও ভুক্তির যোগ্য নয় দেখিয়ে তা বাতিল করা হয়।

এবিষয়ে বর্ণি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমানের মুঠোফোনে বারবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

দরখাস্তের বিষয়ে সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডা. রমা বিজয় সরকার বলেন, অভিযোগের কপি এখনো দেখিনি। দেখে পরে ব্যাবস্থা গ্রহণ করা হবে। কমিটি বাতিলের বিষয়ে তিনি বলেন রিটার্নিং অফিসারের দ্বারা নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করা হলে সেটা বিধি বহির্ভুত হওয়ার কথা নয়। তবে এ বিষয়টি আমি দেখবো।

এ সংক্রান্ত আরও সংবাদ