৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বৃহস্পতিবার, ০২ জুন ২০২২ ১১:০৬
সুরমাভিউ:- সিলেট জেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ ৪ জুন শনিবার। সমাবেশকে সফল করার লক্ষ্যে দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা গতকাল ২ জুন বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গবীর রোডস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইফুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুস সালাম, মাসুক উদ্দিন আহমদ, রফিকুল ইসলাম, রাজ্জাক হোসেন, আজির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আলফাজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আলী আহমদ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক সুজন উদ্দিন খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুক আহমদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জালাল উদ্দিন, বিজ্ঞাপন ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফারুক আহমদ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আকতারুজ্জামান, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক সুরঞ্জিত দাস, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন রাসেল, নেছার আলী ও তোয়াজিদুল হক তুহিন, সহ দপ্তর সম্পাদক ছদরুল ইসলাম, সদস্য- আব্দুল মুতিন, সুমন আহমদ তালুকদার, আছাব আহমদ, নুরুজ্জামান, কালাম হোসেন, সেলিম আহমদ, কয়ছর আহমদ, আমিরুল ইসলাম ওয়েছ, আব্দুল আহাদ ইসলাম, আতিকুল হক শিপন, কয়েছ আহমদ, লায়েক আহমদ জিকু, ছালেহ আহমদ শাহিন, দাউপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক আতিকুল হক চেয়ারম্যান, জালালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওয়েছ আহমদ চেয়ারম্যান, তেতলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত রানা, সিলাম ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক আব্দুল হাই আতিক মাষ্টার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন প্রমুখ।
সভায় আগামী শনিবার বিএনপি ও তাদের দোসর কর্তৃক বঙ্গবন্ধু কন্যা দেশরতœ শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রদিবাদে সারাদেশে বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। এরই অংশ হিসেবে জেলা আওয়ামীলীগ কর্তৃক রেজিস্ট্রারী মাঠ থেকে বের হওয়া বিক্ষোভ অংশ গ্রহণে উদ্দেশ্যে শনিবার সকাল সাড়ে ১০টায় দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে কীনব্রিজের দক্ষিণ মুখে মৌবন মার্কেটের সামনে জামায়েত হাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিজ্ঞপ্তি
Helpline - +88 01719305766