জেলা অটোটেম্পু/অটোরিক্সা চালক শ্রমিক জোটের ত্রি-বার্ষিক নির্বাচনের নমিনেশন দাখিল সম্পন্ন

প্রকাশিত:বৃহস্পতিবার, ০২ জুন ২০২২ ০৯:০৬

জেলা অটোটেম্পু/অটোরিক্সা চালক শ্রমিক জোটের ত্রি-বার্ষিক নির্বাচনের নমিনেশন দাখিল সম্পন্ন

সুরমাভিউ:-  সিলেট জেলা অটোটেম্পু/অটোরিক্সা চালক শ্রমিক জোট রেজিঃ নং- চট্ট-২০৯৭ এর ২০২২-২০২৫ সালের ত্রি-বার্ষিক নির্বাচনের নমিনেশন দাখিল সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২ জুন) বিকেলে নির্বাচন অফিস কার্যালয়ে পৃথক পৃথকভাবে প্রার্থীরা তাদের নমিনেশন দাখিল করেন। এসময় ১৪টি পদে ২৪ প্রার্থী তাদের নমিনেশন দাখিল করেন।

এসময় প্রধান নির্বাচন কমিশনার হাজী মঈনুল ইসলাম, সহকারি কমিশনার শাহজাহান আহমদ, রায়মুল হোসেন, কামাল হোসেন, আছকির মিয়ার কাছে কামাল বাজার উপ পরিষদের সাধারণ সম্পাদক ও জেলার কার্যকরি কমিটির প্রচার সম্পাদক পদের প্রার্থী রুকন আহমদ নমিনেশন দাখিল করেন। এছাড়াও অন্যান্য পদের প্রার্থীরা পৃথক পৃথকভাবে তাদের নমিনেশন দাখিল করেন।

উল্লেখ্য, আগামী ২০ জুন নির্বাচনের তারিখ ঘোষনা করা হয়েছে। নির্বাচনে সভাপতি পদে ১ জন, কার্যকরি সভাপতি পদে ১ জন, সহ-সভাপতি পদে ১ জন, সাধারণ সম্পাদক পদে ১ জন, যুগ্ন সাধারণ পদে ১ জন, সাংগঠনিক সম্পাদক পদে ১ জন, অর্থ সম্পাদক পদে ১ জন, প্রচার সম্পাদক পদে ১ জন ও কার্যকারী সদস্য পদে ৬ জন করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এসময় প্রার্থীদের জন্য মোট ২৭ টি আচরণবিধি দাখিল করা হয়। এই নির্বাচনে মোট ২টি কেন্দ্রে ভোট অনুষ্টিত হবে।

উক্ত নমিনেশন গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সোলেমান মিয়া, সোস্তফা মিয়া, সাদেক আহমদ, লায়েক আহমদ, নজমুল আহমদ, সবুজ মিয়া, মতছির আলী, খলিল আহমদ, আব্দুল হামিদ খান ভাসানী, দেলওয়ার আহমদ, ফয়েজ আহমদ, সানুর মিয়া, রফিক মিয়া, আনোয়ার মিয়া, আবুল মিয়া, জাকারিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ