কানাইঘাটে নব-বধুবে কাছে পেতে পুলিশ সুপার বরাবরে অভিযোগ

প্রকাশিত:বৃহস্পতিবার, ০২ জুন ২০২২ ০৮:০৬

কানাইঘাটে নব-বধুবে কাছে পেতে পুলিশ সুপার বরাবরে অভিযোগ

কানাইঘাট প্রতিনিধি:-  সিলেটের কানাইঘাটে নিজের বিবাহিত নব-বধু স্ত্রীকে কাছে পেতে পুলিশ সুপার বরাবরে অভিযোগ করেছেন ২৫ বছরের যুবক সুরনজিত রায়। সে উপজেলার দিঘীরপাড় ইউপির ঠাকুরের মাটি গ্রামের মনোতুষ রায়ের পুত্র।

বুধবার দুপুরে এ প্রতিবেদককে সুরনজিত রায় জানায় একই গ্রামের কিরেন্দ্র রায়ের মেয়ে ববিতাকে সে দীর্ঘ দিন প্রাইভেট পড়িয়েছিল। এই সুবাধে তাদের দুজনের মধ্যে গড়ে উঠে গভীর প্রেমের সম্পর্ক। এক পর্যায়ে তাদের উভয়ের সম্মতিতে হিন্দু ধর্মের রীতি অনুযায়ী গত ৯ মে সিলেটে নোটারি পাবলিকে উপস্থিত হয়ে হিন্দু বিবাহ সংক্রান্ত শপথ নামা সম্পাদন করে তারা দু’জন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিবাহ বন্ধনের কাজ শেষে তারা দু’জন যার যার বাড়িতে চলে যায়। পরে সুরনজিতের পরিবারের পক্ষ থেকে মেয়ের বাড়িতে বিয়ের আনুষ্টানিকতার সমদ্ধ পাঠালে কিরেন্দ্র রায়ের পরিবার যেন বেকে বসে। তারা ছেলের মা বাবাকে বিয়ের অনুষ্টানের সকল খরচপাতি বাবত দুই লক্ষ টাকার কথা বললে উভয় পরিবারের মধ্যে মনোবিবাদ সৃষ্ঠি হয়। এতে দুই পরিবারের অভিভাবকদের যাতাকলে নিরবে কাদঁতে হচ্ছে সুরনজিত রায়কে।

বর্তমানে মেয়ের পরিবার অন্যত্র তাদের মেয়েকে বিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। এবং সুরজিত সহ তার পরিবারকে নানা ধরণের হয়রানী মুলক মামলার হুমকি দেওয়া হচ্ছে বলে সে দাবী করে। এতে নিরুপায় হয়ে সুরনজিত রায় তার প্রিয়তমা বিবাহিত স্ত্রীকে কাছে পেতে গত ২৬ মে সিলেটের পুলিশ সুপার বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ