বোয়ালজুড় বাজার স্কুলের শিক্ষার্থীদের হামলায় ৯ শিক্ষার্থী আহত

প্রকাশিত:বুধবার, ০১ জুন ২০২২ ০৮:০৬

বোয়ালজুড় বাজার স্কুলের শিক্ষার্থীদের হামলায় ৯ শিক্ষার্থী আহত

সুরমাভিউ:-  বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় বাজার উচ্চ বিদ্যালয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শিক্ষার্থীদের অতর্কিত হামলায় একই বিদ্যালয়ের ৯শিক্ষার্থী আহত হয়েছে। ৩১মে স্কুল ছুটির পর স্কুলের মূল ফটকের সামনে হামলার ঘটনাটি ঘটে।

হামলায় আহত শিক্ষার্থীরা হলো-দশম শ্রেণির রুহুল আমীন, আদিল, মারুফ, মাহিম, এসএসসি পরীক্ষার্থী আলীম, ওয়েছ, রাফি, অষ্টম শ্রেণির সুমেল ও সামিসহ আরো কয়েকজন। আহতদের মধ্যে রুহুল আমীনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে। আহত রুহুল আমীনের স্বজনরা জানিয়েছেন- তার মাথায় গুরুতর জখম হওয়ায় ৯টি সেলাই দেয়া হয়েছে।

আহত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে- এসএসসি পরীক্ষার্থী জাকির, ইমাদ, নাফিজ, শাহী, নাহিদ ও নবম শ্রেণির নাঈমের নেতৃত্বে পূর্ব পরিকল্পনা মাফিক ৫০-৬০জন শিক্ষার্থী লাঠিসোটা নিয়ে স্কুল ফটকে ওৎ পেতে থাকে। এদের মধ্যে এসএসসি পরীক্ষার্থী অধিকাংশ শিক্ষার্থী, দশম শ্রেণি, নবম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা ছিল। ওৎ পেতে থাকা শিক্ষার্থীদের সাথে রায়হান, ইমরান, মতিউর, মুহিব, জাহাদ ও আতাউরসহ আরো কয়েকজন বহিরাগত ছিলেন। এসময় রুহুল আমীন, আদিল, মারুফ, মাহিম, আলীম, ওয়েছ, রাফি, সুমেল ও সামিসহ আরো কয়েকজন শিক্ষার্থী বাড়ি ফেরার জন্য স্কুলের মুল ফটকের বাহিরে আসে।

বাহিরে আসলে কোনো কিছু বুঝে ওঠার আগেই বহিরাগতদের সহযোগিতায় ওৎ পেতে থাকা শিক্ষার্থীরা তাদের ওপর হামলা করে। নবম শ্রেণির নাঈমের হাতে থাকা রড দিয়ে রুহুল আমীনকে পিছন দিক থেকে মাথায় আঘাত করলে সে মাটিতে পড়ে যায়। এসময় হামলাকারীরা তাকে বেদম মারধর করে। ঘটনাস্থল থেকে রুহুল আমীনকে উদ্ধার করে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় আহত শিক্ষার্থীদের অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। ক্ষোভ প্রকাশ করে তারা দোষী শিক্ষার্থীদের স্থায়ী বহিস্কারের দাবি জানিয়েছেন।

হামলাকারী শিক্ষার্থীরা খারামাপুর ও রাজাপুরের গ্রামের এবং আহত শিক্ষার্থীরা রিফাতপুর গ্রামের বলে জানা গেছে।

বোয়ালজুড় বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলিপ কুমার তালুকদার বলেন, শিক্ষার্থীরা তো মারামারি করবেই।
এ বিষয়ে ১জুন স্কুল পরিচালনা কমিটির সদস্যদের উপস্থিতিতে এক সভায় দোষীদের বিরুদ্ধে শাস্তি গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বালাগঞ্জ থানার ওসি রসাপ্রসাদ চক্রবর্তী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এ সংক্রান্ত আরও সংবাদ