বন্যায় কতিগ্রস্তদের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে : মাওলানা আতাউল হক জালালাবাদী

প্রকাশিত:বুধবার, ০১ জুন ২০২২ ০৯:০৬

বন্যায় কতিগ্রস্তদের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে : মাওলানা আতাউল হক জালালাবাদী

সুরমাভিউ:-  হযরত শাহজালাল রঃ দরগাহ মসজিদ ও দরগাহ মাদরাসার উদ্যোগে বন্যায় কতিগ্রস্ত প্রায় ২ শতাধিক পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার (১ জুন) জকিগঞ্জে এই অর্থ সহায়তা প্রদান করা হয়।

অর্থ সহায়তা প্রদান কালে দরগাহ মাদরাসার ভারপ্রাপ্ত নাজিমে তালিমাত মাওলানা আতাউল হক জালালাবাদী বলেন, অসংখ্য মানুষ বন্যায় কতিগ্রস্ত হয়ে মানবেতর জীবনযাপন করছে। তাদের জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত। তাই আসুন সামর্থ অনুযায়ী এসব ক্ষতিগ্রস্থ মানুষের পাশে এগিয়ে আসি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দরগাহ মসজিদের ইমাম হাফিজ মাওলানা হোজাইফা হোসাইন চৌধুরী, দরগাহ মসজিদের তত্বাবদায়ক ও কোষাদক্ষ মুফতি কয়েছ আহমদ, মুফতি রশিদ আহমদ, ৭নং বারঠাকুরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু, শিতালংগিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুস সালাম মাওলানা, আরিফুল হক জা

এ সংক্রান্ত আরও সংবাদ