কমলগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি আব্বাস গ্রেফতার
প্রকাশিত:মঙ্গলবার, ৩১ মে ২০২২ ০৮:০৫
মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:- মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা থেকে আব্বাস মিয়া নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
ধৃত আব্বাস মিয়া কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের দক্ষিন গুলের হাওর এলাকার আলাউদ্দিন মিয়ার ছেলে। সোমবার (৩০ মে) রাত সাড়ে ৮টায় উপজেলার ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ গুলের হাওর এলাকা থেকে তাকে গ্রফতার করা হয়।
এসময় তার কাছ থেকে ২শত ৮০ পিস ইয়াবা ও ৩ কেজি গাঁজা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আব্বাস দীর্ঘদিন থেকে মাদকের ডিলার হিসেবে পরিচিত। তার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে স্বস্তি নেমে আসে।
মৌলভীবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদদপ্তরের পরিচালক অমর কুমার সেন জানান, আব্বাস একজন তালিকা ভুক্ত মাদক ব্যবসায়ী। তিনি বলেন, তার বিরুদ্ধে কমলগঞ্জ থানায় ৩টিসহ মোট ৪টি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।