বিয়ানীবাজারে আ’লীগের তিন বিদ্রোহী প্রার্থী দল থেকে বহিষ্কার

প্রকাশিত:রবিবার, ২৯ মে ২০২২ ১১:০৫

বিয়ানীবাজারে আ’লীগের তিন বিদ্রোহী প্রার্থী দল থেকে বহিষ্কার

সুরমাভিউ:-  বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত সিলেট জেলার বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে মেয়র পদে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় তিন প্রার্থীকে বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সুপারিশের প্রেক্ষিতে বহিষ্কার করেছে সিলেট জেলা আওয়ামী লীগ।

বহিস্কৃত প্রার্থীরা হলেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক এবং বিয়ানীবাজার পৌরসভার নির্বাচনে বিদ্রোহী মেয়র প্রার্থী আব্দুল কুদ্দুস টিটু, বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক এবং বিয়ানীবাজার পৌরসভার নির্বাচনে বিদ্রোহী মেয়র প্রার্থী মো: ফারুকুল হক ও বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বিয়ানীবাজার পৌরসভার নির্বাচনে বিদ্রোহী মেয়র প্রার্থী আহবাব হেসেন সাজু।

রবিবার (২৯ মে) সিলেট জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মো: মজির উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার পৌরসভা নির্বাচনে ৩ জন বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করায় আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ ধারা ১১ উপধারা অনুযায়ী দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে সংশ্লিষ্ট প্রাথমিক সদস্য পদ থেকে সরাসরি বহিষ্কার করা হয়েছে এবং পরবর্তী কার্যক্রম ও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সুপারিশসহ প্রেরণ করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ