২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:রবিবার, ২৯ মে ২০২২ ০১:০৫
নেপালের পর্যটন নগরী পোখারা থেকে জমসমগামী একটি উড়োজাহাজ নিখোঁজ হয়েছে। দেশটির বেসরকারি মালিকানার ছোট এই উড়োজাহাজটিতে ২২ জন আরোহী ছিলেন।
নেপাল সরকার ও বিমানবন্দর কর্তৃপক্ষের বরাতে রয়টার্স জানিয়েছে, রবিবার সকালে এ ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানাতে পারেনি বার্তা সংস্থাটি।
ওই ছোট বিমানটি রাজধানী কাঠমাণ্ডুর উত্তর পশ্চিমে ২০০ কিলোমিটার দূরের পর্যটন শহর পোখারা থেকে রাজধানীর উত্তর পশ্চিমের ৮০ কিলোমিটার দূরের শহর জমসমের উদ্দেশ্যে যাত্রা করেছিল।
একজন বিমান কর্মকর্তা জানিয়েছেন, ওই বিমানে চারজন ভারতীয় এবং দুইজন বিদেশি নাগরিক ছিলেন। তবে বিদেশি নাগরিকরা কোন দেশের তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি রয়টার্স।
প্রতি বছর নেপালে বহু বিমান দুর্ঘটনা ঘটে। সেখানে বিশ্বের সর্ববৃহৎ পর্বত এভারেস্ট অবস্থিত। ফলে দ্রুত আবহাওয়ার পরিবর্তন এবং বিভিন্ন পর্বতের কারণে নিয়মিত বিমান দুর্ঘটনা ঘটে।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766