প্রধানমন্ত্রীকে কটুক্তির প্রতিবাদে ছাতক শহরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

প্রকাশিত:শনিবার, ২৮ মে ২০২২ ১১:০৫

প্রধানমন্ত্রীকে কটুক্তির প্রতিবাদে ছাতক শহরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

নিজস্ব প্রতিবেদক:-  প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক জুয়েল আহমেদের কটুক্তিমূলক ও বিতর্কিত বক্তব্যের প্রতিবাদে ছাতক উপজেলা, পৌর ও ছাতক সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে পৌর শহরের মন্ডলীভোগস্হ উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক সহ বিভিন্ন সড়ক পদক্ষিন শেষে তাহির প্লাজা চত্বরে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়৷

ছাতক পৌর ছাত্রলীগের সভাপতি জামায়েল আহমদ ফরহাদের সভাপতিত্বে ও ছাতক সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি রিয়াদ আহমদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোস্তফা কামাল চৌধুরী মাহির।

সভায় বক্তব্য রাখেন, পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল তালুকদার জনি, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল কাদির তালুকদার, ছাতক পৌর ছাত্রলীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম তারেক, সাবেক জেলা ছাত্রলীগ নেতা, মুক্তিযোদ্বা সন্তান কমান্ডের সাধারন সম্পাদক হুমায়ুন কবির রুবেল, সাবেক ছাত্রলীগ নেতা মিজান মিয়া, রুবেল চৌধুরী, জাকির হোসেন, আখতার হোসেন, সোহাগ আহমদ, তালাল তালুকদার,পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, মুক্তিযোদ্ধা সন্তান শাহ আলম বাসিত, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তারেক তালুকদার,জেলা ছাত্রলীগের উপ-সাংস্কৃতিক সম্পাদক আলীরাজ, জেলা ছাত্রলীগের সহ সম্পাদক তোফায়েল আহমেদ তালুকদার, তাসরিফ আহমেদ, মাসুম আহমদ, সভায় আরও বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা আলীরাজ চৌধুরী, রিফাত চৌধুরী, সাজ্জাদ আহমদ,ফজল তালুকদার, হাফিজুর রহমান, রুয়েল আহমদ,জিবরান আহমদ, জিল্লু আহমদ, ইউসুফ মিয়া, আবির তালুকদার,রেজু মিয়া, তপু বর্ধন, রানা মিয়া, ডালিম আহমদ, উজ্জ্বল তালুকদার, মাহিম চৌধুরী, রাজু আহমদ, জাকির হোসেন, শান্ত সরকার, রাজন দাস, কয়েস আহমদ, মারজান আহমদ, রাফি, মুজিবুর রহমান, শাহরাজ, আরিফ আহমদ, সাজিদ মিয়া প্রমুখ।

সভায় উপজেলার ছাত্রলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ