১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শনিবার, ২৮ মে ২০২২ ০৩:০৫
জগন্নাথপুর প্রতিনিধি।। সুনামগঞ্জের জোরপূর্বক বাড়ি দখলের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর থানার ইসাকপুর গ্রামে।
গত ১০ মে এ বিষয়ে জেলা সুনামগঞ্জ আদালতে বিবাদীগণের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন জগন্নাথপুর পৌরসভার ইসাকপুর গ্রামের মৃত সাহাদত উল্লাহর ছেলে লন্ডন প্রবাসী আব্দুল বারিক মিয়া।
অভিযোগ সূত্রে জানা যায় লন্ডন প্রবাসী আব্দুল বারিক মিয়া তার নিকট আত্বিয় আসামী ফেরদৌসী বেগম,জবা বেগম,রকিব আলী,হাফিজুর রহমান, আব্দুর রহমানদের বাড়ি দেখাশোনা করার জন্য কেয়ারটেকার হিসেবে বসবাস করার সুযোগ দেন।এ হিসেবে বিগত দিন আসামীরা প্রবাসীর বাড়িতে বসবাস করে আসছে।
কিন্তু কয়েক দিন আগে দেশে ফিরে তার গ্রামের বাড়িতে গেলে বিবাদীগণ যায়গা সহ বাড়িটি তাদের দাবি করে ।
অভিযোগ সূত্রে আরও জানা যায়, বিবাদীগণ সন্ত্রাসী প্রকৃতির লোক হওয়ায় ভয়ে লন্ডন প্রবাসী আব্দুল বারিক মিয়া আইনের আশ্রয় নেন।
তিনি বিভিন্ন শালিসি ব্যক্তিত্বদের মাধ্যমে দীর্ঘদিন বাড়ি দখলমুক্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়ে আদালতের দারস্থ হলে আজ জগন্নাথপুর থানার এস আই মোঃ আব্দুস ছাত্তার অভিযান দিয়ে আসামি রাকিব আলী, আব্দুর রহমান, হাফিজুর রহমান কে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠান।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766