রিজভীর বিরুদ্ধে মামলা, আলামতের মধ্যে আছে ৫৫টি ইটের টুকরাও

প্রকাশিত:শুক্রবার, ২৭ মে ২০২২ ০৯:০৫

রিজভীর বিরুদ্ধে মামলা, আলামতের মধ্যে আছে ৫৫টি ইটের টুকরাও

বুধবার রাজধানীর নয়াপল্টন এলাকায় বিএনপি ও দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মশাল মিছিল থেকে সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ ১৫০ জনকে আসামি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ মে) পল্টন থানায় এ মামলাটি দায়ের করা হয়। মামলার বাদী পল্টন থানার এসআই (নিরস্ত্র) মো. কামরুল হাসান।

মামলায় এজাহারে বলা হয়েছে, আসামিরা বেআইনি মিছিল বের করে দাঙ্গা-হাঙ্গামা, কাঠের মশাল, বাঁশের লাঠিসোঁটা নিয়ে সরকারবিরোধী বিভিন্ন উসকানিমূলক বক্তব্য ও অবমাননাকর স্লোগান দিয়েছে। এ সময় ভাঙচুর ও পুলিশের ওপর আক্রমণ করা হয়েছে। এতে এক পুলিশ কনস্টেবল ও আনসার সদস্য জখম হয়েছেন। পুলিশ সেখান থেকে ৪৪টি মশালের কাঠের লাঠি, ১৫টি বাঁশের লাঠি ও ৫৫টি ইটের টুকরা উদ্ধার করে।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া গণমাধ্যমকে বলেন, বেআইনি জমায়েত, ভাঙচুর ও পুলিশের ওপর আক্রমণের ঘটনায় মামলা হয়েছে। আমরা আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছি। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে গতকাল রাতে নয়াপল্টন এলাকায় মশালমিছিল বের হয়। পুলিশের দাবি, ওই মিছিল থেকে গাড়ি ভাঙচুর করা হলে ছাত্রদলের ১০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়। এর আগে বুধবার (২৫ মে) দিবাগত রাতে নয়াপল্টন এলাকায় মশাল মিছিল বের হয় রিজভীর নেতৃত্বে। পুলিশের দাবি, ওই মিছিল থেকে গাড়ি ভাঙচুর করা হলে ছাত্রদলের ১০ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ