মৌলভীবাজারের বড়লেখায় ইয়াবা ও গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার 

প্রকাশিত:বৃহস্পতিবার, ২৬ মে ২০২২ ০৫:০৫

মৌলভীবাজারের বড়লেখায় ইয়াবা ও গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার 
মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:- বুধবার ২৫ মে  বিকাল ৫টা ১০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা থানার এসআই মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় এসআই জাহেদ আহমেদ, এসআই হারুন অর রশিদ, এএসআই হালিম, এএসআই উস্তার মিয়া বড়লেখা পৌরসভার বারইগ্রাম রেল কলোনি থেকে সাহেদ উল্লাহ পাটোয়ারী নামের এক মাদক কারবারিকে ৩শ ৫৫ পিস ইয়াবা এবং ৯০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করতে সক্ষম হন।
গ্রেফতারকৃত সাহেদ উল্লাহ পাটোয়ারী বড়লেখা পৌরসভার বারইগ্রাম রেল কলোনির মৃত রফিক উল্লাহ পাটোয়ারীর ছেলে।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন জানান, বড়লেখা থানা পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে ৩শ ৫৫ পিস ইয়াবা ও ৯০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গ্রেফতারকৃত বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ