বন্যায় সাধারণ মানুষের প্রতি দায়িত্ব পালনে সরকার চরমভাবে ব্যর্থ : ইকবাল হাসান মাহমুদ টুকু

প্রকাশিত:বৃহস্পতিবার, ২৬ মে ২০২২ ১০:০৫

বন্যায় সাধারণ মানুষের প্রতি দায়িত্ব পালনে সরকার চরমভাবে ব্যর্থ : ইকবাল হাসান মাহমুদ টুকু

সুরমাভিউ:-  বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, সরকার সিলেট বন্যা দূর্গত এলাকায় সাধাররণ মানুষের প্রতি দায়িত্ব পালনে চরমভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। বিনাভোটের সরকারের কোনো দায়বদ্ধতা নেই। নগরীতে বন্যা দূর্গত এলাকায় প্রথমদিন থেকে মহানগর বিএনপি সাধারণ মানুষের মাঝে দাড়িয়েছে। বিএনপি এদেশের গণমানুষের সংগঠন, সকল দূর্যোগে বিএনপি গণমানুষের পাশে রয়েছে। সিলেটে বিএনপি যেভাবে কাজ করছে তা প্রশংসনীয়। তিনি সিলেট মহানগর বিএনপির উদ্যোগে ত্রান সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এই কথাগুলো বলেন।

সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকীর এর সভাপতিত্বে ও সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী’র পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন এর অন্যতম উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী,সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির শাহীন, ফরহাদ চৌধুরী শামিম, রেজাউল হাসান কয়েস লোদী, জিয়াউল গনি আরেফিন জিল্লুর, এড.হাবিবুর রহামান, সৈয়দ মিছবাহ উদ্দিন, সুদীপ রঞ্জুন সেন বাপ্পু, এমদাদ হোসেন চৌধুরী, এড.রোকসানা বেগম শাহনাজ, আজমল বক্ত চৌধুরী সাদেক, নজীবুর রহমান নজীব, সৈয়দ মইন উদ্দিন সুহেল, সালেহ আহমদ খসরু, আহবায়ক কমিটির সদস্য আমীর হোসেন, নিহার রঞ্জন দে, মোর্শেদ আহমদ মুকুল, নুরুল আলম সিদ্দিকী খালেদ, সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য সিদ্দিকুর রহমান পাপলু, মহানগর আহবায়ক কমিটির সদস্য শামিম মজুমদার, মতিউল বারী চৌধুরী খুর্শেদ, স্বেচ্ছাসেবক দল মহানগর শাখার আহবায়ক আব্দুল ওয়াহিদ সোহেল, সিলেট মহানগর যুবদলের সদস্য সচিব শাহনেওয়াজ বক্ত চৌধুরী তারেক, ২৩ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক হাজী ফারুক আহমদ, ২৪ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক হাজী সাবুল আহমদ, সিলেট জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফাহিমা কুমকুম, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এ্যাষ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাজী দেলোয়ার হোসেন দিনার, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ