দোয়ারাবাজারে আল-নুর ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

প্রকাশিত:বৃহস্পতিবার, ২৬ মে ২০২২ ০৫:০৫

দোয়ারাবাজারে আল-নুর ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:-  সুনামগঞ্জের দোয়ারাবাজারে প্রবাসী আল-নুর ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে প্রবাসী আল-নুর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব নুরুল হক ও তার পরিবারবর্গের নিজস্ব অর্থায়নে উপজেলার নরসিংপুর ইউনিয়নের বন্যাপীড়িত শতাধিক অসহায় পরিবারের মধ্যে চাল, ডাল, আলু, পেয়াজ, ভোজ্যতেল ও নগদ অর্থ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন এলাকার প্রবীণ মুরব্বি বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব চারবারের সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান, সাবেক ইউপি সদস্য আমির হোসেন, ফাউন্ডেশন প্রতিষ্ঠাতার সহোদর ভ্রাতা ফয়জুল হক, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মতিন, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিছ আলী, সমাজসেবি মাসুক আলী ও সাংবাদিক তাজুল ইসলাম প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ