দিরাই প্রেসক্লাব সভাপতির শয্যা পাশে বিএনপি নেতা মাহবুব চৌধুরী

প্রকাশিত:বৃহস্পতিবার, ২৬ মে ২০২২ ০৫:০৫

দিরাই প্রেসক্লাব সভাপতির শয্যা পাশে বিএনপি নেতা মাহবুব চৌধুরী

সুরমাভিউ:-  হাসপাতালে চিকিৎসাধীন দিরাই উপজেলা প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সর্দারকে আজ বৃহস্পতিবার দেখতে যান সিলেট মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ ২ আসনে সংসদ সদস্য প্রার্থী জননেতা মাহবুব চৌধুরী।

এ সময় তিনি তার চিকিৎসার খোজ খবর নেন ও শয্যা পাশে কিছু সময় কাটান। এ সময় তার সাথে ছিলেন মহানগরীর ৫ নং ওয়ার্ড বিএনপি নেতা লায়েক আহমদ প্রমূখ।

সাংবাদিকতায় তার অগ্রনী, দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করে তাকে অবহেলিত এই সংসদীয় আসনের অবকাঠামো, গনমানুষের ভাগ্য উন্নয়নে পরিবর্তন পক্ষে সোচ্চার হওয়ার আহব্বান জানান। বিএনপি সরকার গটন করলে সাংবাদিকতার সকল বাধা ও কলো আইন বাতিল করার কথা ঘোষণা করেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান। দিরাই-শাল্লায় যারা এম পি, মন্ত্রী হয়েছেন তার ব্যর্থ হয়েছেন। দেশপ্রেমিক সরকার প্রতিষ্ঠার লক্ষে জুলুমবাজ আওয়ামী সরকারের পতন গটাতে হবে।

সাংবাদিক সামছুল সিলেট এম এ জি উসমানী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের হ্রদরোগ বিভাগে বিভাগীয় প্রধান ডাঃ মোখলেছুর রহমানের তত্বাবধানে চিকিৎসাধীন। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ