মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালককে বদলি

প্রকাশিত:বুধবার, ২৫ মে ২০২২ ১০:০৫

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালককে বদলি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. আব্দুস সবুর মণ্ডলকে বদলি করেছে সরকার। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।

আজ বুধবার (২৫ মে) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আব্দুস সবুর মন্ডলকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলিপূর্বক নিয়োগ করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ শিগগির কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।